বাধ্যতামূলক করোনার রিপোর্ট

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনা সুনামিতে কাঁপছে গোটা বাংলা ও। রোজই রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। তাই নতুন বিধিনিষেধ জারি করল রাজ্য। দেশের মোট ৯টি রাজ্যে যাত্রীদের পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করল রাজ্য।

দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তীশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল ও তেলেঙ্গানার থেকে কোনও যাত্রী বিমানে করে বাংলায় এলে তাঁর RT PCR টেস্ট ও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। স্বাস্থ্য দফতরের আশঙ্কা, ভিনরাজ্য থেকে সংক্রমিত যাত্রীরা এলে রাজ্যে আরও বাড়তে পারে করোনা তাই এই রাজ্যগুলি থেকে জারি হল বিধিনিষেধ। আগামী ২৬ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।