বিগত কয়েক বছর ধরে উঠেছিলো অভিযোগ। সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে সেই টাকা তছরুপ এর অভিযোগ। অবশেষে সংস্থার পুরো সম্পত্তিক নিজেদের দখলে আনলকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। রোজভ্যালি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তিকে নিজেদের দখলে আনল ইডি। এ কথা জানানো হয়েছে ইডি-র তরফে। রোজ ভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ।
মূলত ভুয়ো স্কিম বিক্রির মাধ্যমেই আমজনতার কাছ থেকে টাকা হাতিয়েছিল এই কোম্পানি। দেশের বিভিন্ন রাজ্যে রোজভ্যালি গ্রুপের বিভিন্ন কোম্পানির নাম করে প্রচুর সম্পত্তি করা হয়েছিল। সম্প্রতি রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রাকে গ্রেফতার করে সিবিআই। গৌতমকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। ২০১৫ সাল থেকে জেলে তিনি। বিদেশেও টাকা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের।