বাজি নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাল এসজেএম সংগঠন

বাজি শিল্পের উপরে নির্ভরশীল কয়েক লাখ মানুষের জীবিকা। এবার এই বাজি শিল্পের উপরে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট৷ এই নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ জানাল আরএসএস-এর শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। এসজেএম-এর দাবি, ‘সবুজ আতসবাজি’ পোড়ানোর অনুমতি দিক প্রশাসন, কারণ ওই বাজিতে ৩০% কম বায়ুদূষণ হয়।

শুধু তাই নয়, আতসবাজি নিষিদ্ধ করায় তামিল নাডু, পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য প্রান্তে থাকা বাজি শিল্পের বড়সড় ক্ষতি হয়ে যাবে বলেও দাবি, এসজেএম-এর। সমস্যার সমাধানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দূষণ রোধে স্থায়ী সমাধান খুঁজতে রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানিয়েছে এসজেএম।