বাজারে র‍্যাপিড টেস্ট, পজিটিভ হলে সোজা কোয়ারেন্টাইনে

পুজো যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে প্রশাসনের। অভিযোগ কিছু মানুষ স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই , মাস্ক না পরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে ঘাটে। তাছাড়া পুজোর কেনাকাটা করতে মানুষজন ভিড় জমাচ্ছেন মার্কেট-শপিংমলগুলিতে। তাই বিশেষ পদক্ষেপ গ্রহণ করলে জলপাইগুড়ি প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর।

লাগাতার অভিযোগ আসছিলো জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের কাছে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি মিটিংয়ে বসেন স্বাস্থ্য কর্তারা। সিদ্ধান্ত হয় বাজার ও মল গুলিতে গিয়ে করা হবে র‍্যাপিড এন্টিজেন টেস্ট । শপিং মল বা মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের ধরে ধরে কোভিড টেস্ট করানো হচ্ছে বলে সূত্রের খবর । রিপোর্ট পজিটিভ আসলেই আক্রান্তকে বাড়ি না পাঠিয়ে সোজা কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও খবর।

সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার দুপুর থেকে পথে নামলো স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা। পি পি ই কিট পড়ে বাজারের রাস্তায় নেমে লালা রস পরীক্ষার কাজ শুরু করলেন তারা।