বাইক চুরির সন্দেহে আটক দুইজন। জানা গিয়েছে সাদা পোশাকের পুলিশ এদিন সন্দেহভাজন হিসেবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।তাদের কাছ থেকে একটি স্কুটি উদ্ধার হয়, যার বৈধ কাগজপত্র দেখাতে পারে নি ওই দুই যুবক।পুলিশের সন্দেহ হলে তাদের এনজেপি থানায় নিয়ে আসে। এনজেপি থানার পুলিশ জানিয়েছেন ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পুলিশ সুত্রে জানাগেছে শনিবার রাত্রে এনজেপি থানার সাদা পোশাক পুলিশ প্রতিদিনের মতো টহল দিচ্ছিল এনজেপি এলাকায়।টহলেই তিনবাত্তি মোর এলাকা থেকে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে। ধৃত দুই যুবক প্রীতম মন্ডল ও সুমিত ঠাকুর এদের দুজনের বাড়ি শিলিগুড়ি সুকান্ত পল্লি ও লেকটাউন এলাকায়।পুলিশের সন্দেহ এরা দির্ঘদিন ধরেই গাড়ি চুরি সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মে যুক্ত।তদন্তের স্বার্থে তাদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সুমিত ঠাকুরকে রিমান্ডে নিয়ে আসা হয়,তারপর পুলিশ জেরা করার পর ৩১ নম্বর ওয়ার্ড শক্তিগড় থেকে আরো একটি বাইক উদ্ধার করে পুলিশ।আজ সুমির ঠাকুরকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।