বাংলা সহ পাঁচ রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ

দেশে পাঁচটি রাজ্যের করোনা সংক্রমনের হার চিন্তা বাড়াচ্ছে ভারত সরকারের। পশ্চিমবঙ্গও রয়েছে এই রাজ্যগুলির মধ্যে।

ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পার হওয়ার পর থেকে দেশে করোনা আক্রান্তের মোট পরিসংখ্যানের ৩৮ শতাংশ নথিভূক্ত হচ্ছে পাঁচটি রাজ্য থেকে। এই রাজ্যগুলি হল- অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহার। এই পাঁচ রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে দিল্লি এবং তামিলনাড়ু। আগে দেশের মোট করোনা আক্রান্তের ১২ শতাংশই ছিল দিল্লি বাসিন্দা। কিন্তু সেই পরিসংখ্যান কমে দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে। এর আগে তামিলনাড়ু, মহারাষ্ট্র, এবং দিল্লিতে করোনা সংক্রমণ ছিল সর্বাধিক।