বিশ্ব জুড়ে স্পোর্টিং অ্যাকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে, গৃহবন্দি গোটা ক্রিকেট বিশ্ব। বাদ পড়েননি ভারতের ক্রিকেটাররাও। সকলেই কাটাচ্ছেন লকডাউনে পরিবারের সঙ্গে। ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান সেই সুযোগেই সঙ্গিত দক্ষতাকে ঝালিয়ে নিচ্ছেন। করোনাভাইরাসের কারণে গৃহবন্দি অবস্থায় তাই বাঁশিতে সুর তুললেন ভারতের এই ওপেনার। শুক্রবার ধাওয়ান তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বাঁ-হাতি ব্যাটসম্যানকে তাঁর ঘরে দাঁড়িয়ে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে। “সবেমাত্র নোট নিয়ে বাজানো,” ধাওয়ান ইনস্টাগ্রামের গল্পটির শিরোনাম দিয়েছেন। ভারতীয় ওপেনার ইনস্টাগ্রামে স্ত্রী আয়েশা ধাওয়ান ও ছেলের সঙ্গে একটি সুন্দর ছবিও পোস্ট করেছেন।
“শান্তি ও প্রশান্তি যা হৃদয়ের সঙ্গে থাকার অনুমতি দেয় @aesha.dhawan5,” পোস্টের ক্যাপশনে লেখেন শিখর ধাওয়ান।
ধাওয়ান সর্বশেষ এই বছরের জানুয়ারিতে ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেন। এর পরে, তিনি চোটের জন্য ছিটকে যান। যে কারণে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েন।
২৯ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়ে গেলে ধাওয়ানকে দিল্লির হয়ে খেলতে দেখা যেত। তবে, করোনাভাইরাস মহামারীজনিত কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।