বাঁধের টাকা যাচ্ছে জলে ! বালাসনের ভাঙন অসহায় মাউরিয়া বস্তি

প্রতিবছর বর্ষা আসে, বালাসনের করাল গ্রাস থেকে বাঁচতে সরকারি টাকা খরচ করে দেওয়া হয় বাঁধও ।কিন্তু সেই বাঁধের কোনো চিহ্ন দেখা ।মেলেনা বালাসনের মাউরিয়া বস্তিতে এমনটাই অভিযোগ গ্রামবাসীর । জানা গিয়েছে গত দুদিনের ভারী বৃষ্টিতে বালাসনে ভাঙন আরো বেড়েছে । গত একমাসের আগের বর্ষায় সেই একই জায়গায় চার পাঁচটি বাড়ি স্রোতে ধ্বসে গেলেও আবার গত দুদিনের ভারী বৃষ্টি ঘুম কেড়েছে স্থানীয় বাসিন্দাদের । মাউরিয়া বস্তির বাসিন্দারা জানিয়েছে বর্তমানে গ্রামের গঙ্গা মন্দিরের ধার ভেঙে গেছে, যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে মন্দিরটি ।

বাসিন্দাদের অভিযোগ বারবার সরকারি টাকায় বাঁধ দেওয়া হলেও কেন বাঁধ টিকছে না তার কারণ খুঁজতে আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছালে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছে বাঁধের জন্য টাকা আসলেও দায়সারা ভাবে বাঁধ দিয়ে লক্ষ লক্ষ টাকা নেতাদের পকেটে ঢুকছে । এলাকাটি বালাসন থেকে অনেকটা ভিতরে হওয়ায় সেখানে প্রতিনিধিরা তদারকি করতে যান না বলেও অভিযোগ গ্রামবাসীর । বর্তমানে বালাসনের পার ভাঙনে গোটা এলাকা সন্ত্রস্ত ।