বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালকে কড়া বার্তা দিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতাধীন যে কোনও রোগীকে কোনও মতেই ফেরানো চলবে না। রোগী ফেরালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর থেকে এই বার্তা দেওয়া হল।
স্বাস্থ্যসাথী কার্ড থাকা প্রতিটি রোগীকে হাসপাতালে ভর্তি নিতেই হবে। ফেরালে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। সেক্ষেত্রে লাইসেন্সও বাতিল হতে পারে। অর্থাৎ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোমের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স বাতিল করা হবে।