হেমতাবাদের বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে বিজেপি যে 12 ঘন্টা বন্ধ ডেকেছিল তার সমর্থনে পথে নামল কোচবিহার বিজেপি দলের সমর্থকরা।কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক গতকালই এই ঘটনা শুনে রায়গঞ্জ রওনা হন ।সঙ্গে যান শিলিগুড়ি থেকে বিজেপি নেতা রথিন বসু
বন্ধের সমর্থনে মিছিল কোচবিহারে
