বন্ধন ব্যাঙ্কের ক্ষুদ্র ঋণ পরিষেবা পুণরায় শুরু হল

বন্ধন ব্যাঙ্ক ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা আবার আরম্ভ করেছে। ছোট ব্যবসায় জড়িত গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এই পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে। যে গ্রাহকদের এইধরনের ঋণের প্রয়োজন তাঁদের জন্য কমসংখ্যক কর্মীকে নিয়ে সীমিত এলাকায় এই পরিষেবা শুরু করা হয়েছে। লকডাউন সত্ত্বেও সরকারি নির্দেশিকা মেনে বন্ধন ব্যাঙ্কের শাখাগুলিতে সীমিতসংখ্যক কর্মীদের নিয়ে পরিষেবা চালু ছিল। কিন্তু ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা চালু ছিলনা। সরকার গ্রিন জোন বলে যে এলাকাগুলিকে চিহ্নিত করেছে শুধু সেই এলাকাগুলিতেই ২০ এপ্রিল থেকে এই পরিষেবা আরম্ভ করা হয়েছে। মুদিখানা, খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানদার, ছোটব্যবসায়ী, কৃষি ও তার সহায়ক কাজের ক্ষেত্রে অর্থের চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা ব্যাঙ্কিং আউটলেটে গেলে ব্যাঙ্ককর্মীরা তাঁদের কিছু সতকর্তা মেনে চলতে বলবেন। ব্যাঙ্কের কর্মীদেরও সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে চলতে বলা হয়েছে। প্রতিটি ব্যাঙ্কিং আউটলেটে ব্যাঙ্ককর্মী ও গ্রাহকদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়েছে। ২০ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং হরিয়ানায়।