কলকাতা: এক বিবৃতি প্রচার করে বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কিছু ভুয়ো খবর ও ভিডিয়ো ছড়িয়ে বলা হচ্ছে বন্ধন ব্যাঙ্কের ঋণের কিস্তি মকুব করে দেওয়া হয়েছে, যার মধ্যে কোনও সত্যতা নেই। ব্যাঙ্কের বক্তব্য, ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং ঋণ মকুব করার মধ্যে পার্থক্য আছে। সরকারি নির্দেশের উল্লেখ করে বন্ধন ব্যাঙ্ক জানাচ্ছে, ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে, যদিও কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের উপর সুদের হার বহাল থাকবে এবং কিস্তি বন্ধ থাকাকালীনও মোট ঋণের উপরে সুদ জমা হতে থাকবে। এরফলে ঋণগ্রহীতার উপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপতে পারে ও আরও বেশিদিন ধরে তাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে, ইতিমধ্যেই বন্ধন ব্যাঙ্ক সমস্ত ক্ষুদ্র ঋণের কিস্তির উপর মার্চ থেকে মে মাস পর্যন্ত ‘মোরাটোরিয়াম’ ঘোষণা করেছিল। এরপরেও গ্রাহকদের অনুরোধের ভিত্তিতে ঋণের কিস্তিতে মোরাটোরিয়াম-এর সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
গ্রাহকদের সতর্ক করে বন্ধন ব্যাঙ্ক তাদের ভুয়ো খবরের দ্বারা বিভ্রান্ত হওয়া থেকে সাবধান করেছে। সেইসঙ্গে জানিয়েছে, ব্যাঙ্কের তরফ থেকে এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।