বড় হচ্ছে বচ্চন পরিবারের খুদে সদস্যা

৯ বছরে পা দিল বচ্চন পরিবারের একরত্তি আরাধ্যা। সোমবার ছিল অভিষেক-ঐশ্বর্যের একমাত্র সন্তানের জন্মদিন। একদম ঘরোয়া আয়োজনে ঐশ্বর্য-অভিষেক সেলিব্রেট করলেন মেয়ের এই বিশেষ দিনটা। মেয়ের জন্মদিনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্ট করে ঐশ্বর্য লেখেন- ‘শুভ নবম জন্মদিন আমার জীবনের সেরা ভালোবাসা, আমার জীবন অনেক ভালোবাসা সোনা….’।