বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের একুশে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল। ভোট চলাকালীন কোনও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। এই পদক্ষেপের কথা জানিয়েছেন রাজ্যের মুক্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ কর পুরকায়স্থকে পশ্চিমবঙ্গে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করে মমতা সরকার। স্বচ্ছ ভোটের স্বার্থেই এই বদলি বলে কমিশ সূত্রে খবর।