বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

শুরু হযেছে জল্পনা। ইতিমধ্যেই হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানপদের পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিক সরকারি পদ থেকে ইস্তফার পর শুভেন্দু কি সত্যিই তৃণমূল ছাড়তে চলেছেন? উত্তরে শুক্রবার রাতে বড়োসড়ো ইঙ্গিত দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি বলেন, “শুভেন্দু মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। ও দল ছেড়ে দিযেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ২-১ দিনের মধ্যেই এই অধ্যায়ের সমাপ্তি হবে।” মুকুলের মন্তব্য নতুন করে তাঁর দল ছাড়ার জল্পনায় ইন্ধন জুগিয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য শুভেন্দুকে আগাম ‘স্বাগত’ জানিয়ে রেখেছেন।