বংশীবাদক স্বর্গীয় নকুল বর্মনের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন মন্ত্রী রবি ঘোষ

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগে অবশেষে মারা যান উত্তরবঙ্গের বিখ্যাত বংশীবাদক নকুল বর্মন। সূত্রের খবর বিগত চার বছর ধরে কিডনির চিকিৎসা করছিলেন তিনি । এই দুরারোগ্য চিকিৎসায় তীব্র আর্থিক অনটনে পরেন কোচবিহারের এই শিল্পী । নকুল বাবুর এই অসহায় অবস্থার কথা স্থানীয় এবং রাজ্য স্তরের চ্যানেল মারফত তুলে ধরতেই সাহায্যের আশ্বাস আসে নবান্ন থেকে । কিন্তু তার আগেই পরলোক গমন করেন তিনি ।

পরিবারে রেখে যান পত্নী এবং এক মেয়েকে। চিকিৎসায় নিঃস্ব হয়ে পড়া এই শিল্পীর পরিবারে এদিন শ্রদ্ধাজ্ঞাপন এবং সাহায্যের জন্য আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে স্বর্গীয় নকুলবাবুর পরিবারে এসে সমবেদনা এবং কিছু সাহায্য করেন রবি ঘোষ । সেই সঙ্গে স্বর্গীয় নকুল বাবুর মেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব উন্নয়ন মন্ত্রী গ্রহণ করেন বলে এমনটাই জানা গিয়েছে।