ফ্লিপকার্টের সঙ্গী হচ্ছে ১৩,০০০ কিরানা

ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট পূর্বভারত থেকে প্রায় ১৩,০০০ কিরানাকে সঙ্গে নিয়ে তার কিরানা প্রোগ্রাম প্রসারিত করছে। এহল আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতির অঙ্গ। অগণিত গ্রাহককে দ্রুত ও পার্সোনালাইজড ই-কমার্স অভিজ্ঞতা দিতে এই প্রসারণ দেশে ফ্লিপকার্টের ৫০ হাজারেরও বেশি কিরানাকে সঙ্গী করার কার্যক্রমের একটি অংশ। এরফলে কিরানাগুলির আয়েরও বৃদ্ধি ঘটবে। কিরানা প্রোগ্রাম হল দেশের অগণিত কিরানাসমূহকে বৃদ্ধিমুখী করার ব্যাপারে ফ্লিপকার্ট গ্রুপের প্রচেষ্টার অঙ্গ।

ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামের প্রসারণ কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো দেশের পূর্বাঞ্চলীয় শহরগুলিতে কিরানাগুলি ও গ্রাহকদের সঙ্গে ফ্লিপকার্টের আরও ভাল সম্পর্ক গড়ে তুলছে। এই কিরানাগুলির মধ্যে থাকছে জেনারেল ট্রেড স্টোর্স ও বেকারিগুলি থেকে টেইলর শপ। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আধুনিক খুচরো ব্যবসার সুবিধা কম, তাই কিরানার অনবোর্ডিং গ্রাহক ও কিরানা উভয়পক্ষই উপকৃত হবে। পূর্ব ভারত, বিশেষত উত্তর-পূর্ব হল ই-কমার্সের এক দ্রুত-বর্ধনশীল বাজার। মজবুত সাপ্লাই চেইনের মাধ্যমে লক্ষ লক্ষ বিক্রেতা ও এমএসএমই-কে সঙ্গে নিয়ে ফ্লিপকার্ট প্রতিদিন অগণিত শিপমেন্ট ডেলিভারি দিচ্ছে।