ফ্লিপকার্টের টুগুড প্লাটফর্মে সোশ্যাল কমার্স

গ্রাহকদের আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে ফ্লিপকার্ট তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু প্লাটফর্ম টুগুড-এ (2GUD) লঞ্চ্‌ করল সোশ্যাল কমার্স। এই সোশ্যাল কমার্স ফিচার সকল অ্যাপ ব্যবহারকারীর জন্যই খোলা থাকবে। টুগুড-এর সোশ্যাল কমার্স প্লাটফর্ম তার ব্যবহারকারীদের দেবে এক অবিচ্ছিন্ন ভিডিয়ো শপিংয়ের অভিজ্ঞতা। এখানে গ্রাহকদের ফেবারিট ইনফ্লুয়েন্সাররা সর্বাধুনিক ফ্যাশন টেন্ডস তুলে ধরবেন, গ্যাজেট রিভিউ করবেন ও বিউটি টিপস দেবেন। টুগুড-এর সোশ্যাল কমার্স প্লাটফর্মে গ্রাহকরা বিভিন্ন টপিকস ও ক্যাটাগরিতে নির্বাচিত ইনফ্লুয়েন্সারদের তৈরি করা ভিডিয়ো ফিড দেখার সুযোগ পাবেন। ইনফ্লুয়েন্সাররা তাদের বাছাই করা ফেবারিট প্রোডাক্টের সম্ভার প্রদর্শন করবেন ভার্চুয়াল স্টোরে, যা থেকে গ্রাহকরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের ‘স্টাইলিং জার্নি’ প্রত্যক্ষ করতে পারবেন। তাছাড়া, ভিডিয়ো ইন্টারফেস থেকে বেরিয়ে না এসেও গ্রাহকরা নিজেদের পছন্দের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর পেতে পারবেন এক কনটেন্ট-টু-কমার্স অভিজ্ঞতা।  টুগুড তার নিজস্ব অ্যাপে সোশ্যাল কমার্স লঞ্চ্‌ করার পর ফিচারটিকে এম-সাইট ও ওয়েবসাইটেও চালু করতে চলেছে।