ফ্রিজ থেকে গোখরে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জানা গিয়েছে এদিন জলপাইগুড়ি ক্লাব রোড এলাকার বাসিন্দা পল্টন সাহার বাড়িতে ফ্রিজ খুলতেই দেখা যায় ডিপ ফ্রিজে ঢুকে রয়েছে এক আস্ত গোখরে সাফ। দ্রুত ফ্রিজ বন্ধ করে বাড়ির মালিক খবর দেয় বন বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সর্প বিশারদ দেবার্ঘ্য রক্ষিত। তিনি এসে সাপটিকে ওই ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেন।
তিনি জানিয়েছেনসাপটির মাথা ডিপ ফ্রিজে ঢুকে ছিল। এরপর ফ্রিজের মেকার ডেকে এনে ফ্রিজটিকে ঘর থেকে রাস্তায় এনে ফ্রিজের পেছন কেটে ডিপ ফ্রিজ বক্স টিকে বার করলে তার থেকে বের হয় একটি স্পেকটিক্যাল কোবরা। ফ্রিজটি বেশকিছুদিন অব্যাবহৃত অবস্থায় থাকায় ফ্রিজের জল বেরোনোর যায়গা দিয়ে ইদুর ঢুকে বাসা বেধেছিল। সেই ইদুর খেতে সাপ ভেতরে ঢোকে। আর ভেতরে কয়েকটি মরা ইদুর থাকায় পচা গন্ধ বের হচ্ছিলো বলে ধারনা তার। সাপটির গায়ে চোট থাকায় সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।