সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বেশ উর্ধ্বমুখী সোনার দাম। দাম বেড়েছে 24 ক্যারট থেকে 22 ক্যারট – সমস্তরকম সোনার। এই নিয়ে টানা দুদিন পরপর সোনার দাম বাড়ল। তবে সোনার বর্ধিত দামের দিনে কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে রুপো। শনিবারের তুলনায়, গতকাল দাম বেড়েছিল রুপোর । আজ অপরিবর্তিত আছে দাম।
আজ কলকাতায় 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4860 টাকা। প্রতি 10 গ্রামে দাম 48600 টাকা। গতকাল 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ছিল 4820 টাকা। প্রতি 10 গ্রামে দাম ছিল 48200 টাকা। অর্থাৎ কালকের তুলনায় আজ গ্রাম প্রতি দাম বেড়েছে 40 টাকা। 10 গ্রামে দাম বেড়েছে 400 টাকা। একধাক্কায় কার্যত বড়সড় বদল এসেছে সোনার দামে।
22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দামেও বড় বদল। গতকাল প্রতি গ্রামে দাম ছিল 4645 টাকা। আজ গ্রাম প্রতি দাম হয়েছে 4680 টাকা। অর্থাৎ গ্রাম প্রতি দাম বেড়েছে 35 টাকা। 10 গ্রামে দাম বেড়েছে 350 টাকা। আজ মঙ্গলবার, কলকাতায় হলমার্কযুক্ত 22 ক্যারট সোনা বিক্রি হচ্ছে 46800 টাকায়।
সোনার এই লাগাতার দাম বৃদ্ধির মাঝেই, কলকাতার বাসিন্দাদের খানিক স্বস্তি দিয়েছে রুপো। শনিবারের তুলনায় রুপোর দর বেড়েছিল সোমবার। আর আজ সেই দর অপরিবর্তিত আছে৷ আজ প্রতি কেজি রুপো 70,550 টাকা।