ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

মুম্বইয়ের আদালতে ফের একবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এর পরই তিনি মন্তব্য করেন সরকার তাঁকে জোর করে জেলে ঢোকাতে চায়। উল্লেখ্য, মুম্বইয়ের এক আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছেন।

মুম্বই পুলিশ ইতোমধ্যেই কঙ্গনার ও দিদি রঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সমনও পাঠানো হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন দরকার মতো তল্লাশি চালানো ও প্রয়োজনীয় জিনিস বাজেয়াপ্ত করাও দরকার।