আরো একবার বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফের একবার গর্জে উঠলেন রাজ্যের শাসক শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ গোসাবায় ভোট প্রচারে গিয়ে তুলোধোনা করলেন বিজেপিকে৷ তাঁর হুঙ্কার, বিজেপি’কে যদি কেউ পরাজিত করতে পারে, তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘গোয়ায় তৃণমূল কংগ্রেস গিয়েছে৷ আগামী তিন মাসের মধ্যে সে রাজ্যে তৃণমূল বিজেপি’কে হারিয়ে উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করবে৷’ তবে শুধু গোয়া নয়৷ তণমূলের লক্ষ্য ত্রিপুরাও৷
অভিষেক বলেন, ‘ ত্রিপুরায় বিপ্লব দেবের যত শক্তি আছে ক্ষমতা আছে প্রয়োগ করুন৷ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের আন্দোলন আর ইতিহাসের আদর্শ নিয়ে ত্রিপুরায় ঢুকব৷’ ত্রিপুরা থেকে বিজেপি’কে উচ্ছেদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে রাজ্য সরকার গঠন করার হুঙ্কারও দেন তিনি৷
অভিষেক জানিয়ে দেন, ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্যেও যাবে তৃণমূল কংগ্রেস ৷ তাঁর হুঙ্কার, ‘যেখানেই বিজেপি গণতন্ত্রকে লুন্ঠিত করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, যে রাজ্যে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে, আমরা সেই রাজ্যেই যাব৷ ক্ষমতা থাকলে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আটকে দেখাক৷’’ অভিষেক বলেন, ‘ভারতবর্ষে প্রায় ১৭০০টি রাজনৈতিক দল রয়েছে৷ তার মধ্যে রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে মাত্র চার থেকে পাঁচটি দল৷ ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আর একটা কালীঘাটে টালির ছাদে হাওয়াই চটি পরা মহিলার দল তৃণমূল কংগ্রেস৷’