ফের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন বিদায়ি বিধায়ক মনোজ টিগ্গা। সিংহানিয়া চা বাগানের প্রয়াত কর্মী শিবচরণ টিগ্গার ছেলে মনোজবাবু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মাদারিহাটে তৃণমূল প্রার্থীকে ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। দিলীপ ঘোষের পর বিধানসভায় পরিষদীয় দলনেতা মনোনীত হন মনোজবাবু। এছাড়া তিনি দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পদেও রয়েছেন। প্রার্থীপদ ঘোষণার পরপরই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে আরও বেশি জোর দিল বিজেপি। সোমবার বীরপাড়ায় মনোজবাবুর সমর্থনে দু’টি পথসভা করা হবে বলে বিজেপি সূত্রের খবর। এদিকে তৃণমূলের অভিযোগ, গত পাঁচ বছরে মাদারিহাটের উন্নয়নে কোনও কাজই করেননি মনোজবাবু। তাই মনোজবাবু বিজেপির প্রার্থী মনোনীত হওয়ায় তাদের প্রচারে সুবিধা হল।

অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে মনোজ টিগ্গা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। এর আগে ছয়বার বিজেপির প্রতীকে ভোটে দাঁড়িয়েও হেরে যান তিনি। তিনবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে, দু’বার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ও একবার আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রার্থী হন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবার প্রার্থী হওয়ার পর জয়লাভ করেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে ফের বিজেপি প্রার্থী হিসেবে দল তাঁকেই মনোনীত করল।