ফের আনলক ৪.০-এ চালু হতে পারে মেট্রো

করোনার ধাক্কা সামলে সব ঠিক থাকলে খুব শিগগির দেশজুড়ে মেট্রো পরিষেবা ফের চালু হতে পারে। তবে মেনে চলতে হবে বিধিনিয়ম। আনলক ৪.০-এর অঙ্গ হিসেবে মেট্রো চালানোর অনুমতি দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আগামী ৩১ অগস্ট পর্যন্ত আনলক থ্রি চলবে। ১ সেপ্টেম্বর থেকে আনলকের পরবর্তী পর্বে প্রবেশ করবে দেশ। সে জন্য নতুন গাইডলাইন তৈরির কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। আনলক-ফোরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ফের মেট্রো চালুর অনুমতি দেওয়া হতে পারে।

সূত্রের খবর, স্টেশনে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নেওয়া হবে। কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা ধরে পড়লে তাঁকে ট্রেনে ওঠার ছাড়পত্র দেওয়া হবে না। পাশাপাশি প্ল্যাটফর্ম এবং মেট্রোর কামরায় মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। প্রতি কামরায় সর্বোচ্চ যাত্রী সংখ্যা বেঁধে দেওয়া হতে পারে। একটি কামরায় সর্বোচ্চ ৫০ জনের যাত্রী সংখ্যা কেন্দ্রের তরফে বেঁধে দেওয়া হতে পারে।