ফুটপাত দখলমুক্ত করতে নিজে দাঁড়িয়ে অবৈধ দোকান পাট সরিয়ে দিলেন খোদ মহকুমা শাসক। আলিপুরদুয়ারের শহরের দীর্ঘদিনের সমস্যা ফুটপাত নিয়ে। বাসিন্দাদের অভিযোগ দিনের পর রাজনৈতিক নেতাদের প্রচ্ছন্ন মদতে ফুটপাত দখল করে ব্যবসা চালাত একদল দোকানদার। এ বিষয়টি নিয়ে একাধিক বার প্রশাসনকে জানায় সাধারণ মানুষরা।
শনিবার ওই ফুটপাত গুলি দখল মুক্ত করতে অভিযানে নামেন আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ।এদিন পুলিশের সহায়তা নিয়ে দখল মুক্ত করা হয় শহরবাসীর যাতায়াতের বেদল হয়ে যাওয়া ফুটপাত গুলি।ওই অভিযানে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক তথা সদর মহকুমার মহকুমা শাসক শ্রীরাজেশ রাঠোর। সঙ্গে ছিলেন পুলিশকর্তারা।পুরসভার তরফে জানানো হয়েছে যে ভবিষ্যতেও ওই ধরনের বেআইনি দখলদারি রুখতে লাগাতার অভিযান জারি রাখবে পুরসভা কর্তৃপক্ষ।