পাঁচ – ছয় জন করোনা আক্রান্ত রোগী কোনও এলাকাতে থাকলে সেই এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। বছরের শেষদিন বিকালে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম।
শহরের ১৬-১৭টি জায়গাকে শনাক্ত করে সেই এলাকা গুলিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হবে। শুক্রবার পুরসভায় লালবাজারের পদস্থ কর্তাদের সঙ্গে শহরের কোভিড নিয়ে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কোন এলাকায় সংক্রমণ ৫ এর বেশি হলে সেই জায়গাকে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হবে।