ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

স্বল্প সঞ্চয়ে সুদ কমতে কমতে যখন তলানিতে এসে দাঁড়িয়েছে তখন মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। গত 29 মাসের মধ্যে এই প্রথম FD-তে সুদ বাড়াল দেশের অগ্রণী এই নন্-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থাটি (এনবিএফসি)। 33 মাস থেকে 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে 10 থেকে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করেছে তারা। গত 30 মার্চ থেকে বর্ধিত এই সুদের হার কার্যকর হয়েছে।

HDFC-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সাধারণ গ্রাহকদের 33 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 6.2 শতাংশ হারে সুদ পাবেন লগ্নিকারীরা। আর 66 মাস মেয়াদের আমানতে সুদের হার দাঁড়াবে 6.6 শতাংশ। একইভাবে, 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে লগ্নিকারীদের 6.65 শতাংশ সুদ দেবে দেশের অন্যতম এই সেরা রেটিং পাওয়া নন্-ব্যাঙ্কিং ফিন্যান্স প্রতিষ্ঠানটি।ভারতের অধিকাংশ বাণিজ্যিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের বেশি সুদ দিয়ে থাকে। এই একই সুবিধা পাওয়া যাবে বিভিন্ন রেটিং সংস্থার মূল্যায়নে ‘AAA’ তকমা পাওয়া HDFC Fixed Deposit Scheme-এও। এখানে প্রবীণ নাগরিকরা অর্থ গচ্ছিত রাখলে সাধারণের তুলনায় 0.25 শতাংশ অতিরিক্ত সুদ পাবেন বলে জানিয়েছে তারা।