চাষের জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার কালিয়াচক এলাকায়। ওই বিদ্যুৎ এর শকে আটটি বন্যপ্রাণী মারা গেছে বলে সূত্রের খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনায় পরিবেশ কর্মী অম সংগঠনের সদস্যরা প্রতিবাদও জানিয়েছে।
জানা গেছে , পশুদের হাত থেকে নিজের জমির ফসলকে রক্ষার জন্য রাতে জমির চার পাশ জুড়ে ইলেট্রিকের ব্যবস্থা করে কৃষক ।আর সেই জমির চার পাশে লাগানো ইলেট্রিক দিয়ে মৃত্যু হল ১ টি ষাড় সহ ৭ টি শিয়ালের।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন মধ্য দূর্গাপুরের ঝাড় পাড়ায়।অভিযুক্তের নাম ভদ্র রায়।প্রথম দিকে মৃত ষাড় ও শিয়াল গুলিকে মাটির চা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত ভদ্র রায়।বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষেরা ভিড় জমায়।খবর দেওয়া হয় পশু প্রেমী সংস্থা পিপলস ফর এনিমেল ও কালিয়াগঞ্জ থানার পুলিশকে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং মৃত ষাড়কে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।এদিকে গ্রাম বাসি ও পিপলস ফর এনিমেলের পক্ষ থেকে ভদ্র রায়ের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা বলে যানা যায়।এদিন এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ভদ্র রায়।অভিযুক্তের স্ত্রী বলেন ভুল হয়েছে।