মল, সেলুন, রেস্তোরাঁ, জিম নির্দিষ্ট নিয়ম মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছিল আগেই ৷এবার ১লা অক্টোবর থেকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে খুলছে সিনেমাহল, নাট্যমঞ্চ। কোভিড ,লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহগুলি বন্ধ রয়েছে। আনলক পর্বে ধীরে ধীরে সমস্ত শিল্পগুলি খুলে গেলেও ঝুলে রয়েছিল শিল্প-কলাকুশলীদের ভবিষ্যৎ। ইতিমধ্যে একাধিক কলাকুশলী সংগঠন প্রশাসনকে বারবার অনুরোধ করে। শিল্প জগতের অনেক মহারথী ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছে যাতে নাট্যমঞ্চ, সিনেমা হলগুলি খোলা হয়।
আর সেই দাবি মেনে অবশেষে রাজ্যে আগামী মাসপয়লায় খুলে যাচ্ছে সিনেমাহল।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে যাত্রা, নাটক, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সমস্ত মিউজিক্যাল, নাচ, গান ও ম্যাজিক শো ৫০ জন লোক বা তার কম সংখ্যাক মানুষের সঙ্গে ১ অক্টোবর থেকে খোলা যাবে ৷ তবে সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরা ও বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক ৷ শিল্প জগতের সঙ্গে যুক্ত থাকা এই স্থানগুলি দীর্ঘদিন পর কিভাবে ঘুরে দাঁড়ায় এটাই এখন দেখার।