পথ দুর্ঘটনায় সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস। উল্লেখ্য কিছুদিন আগেই শিলিগুড়ি মহকুমা বিধান নগর 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুজয় মজুমদার বাড়ির সামনে দুর্ঘটনায় নিহত হয় । হঠাৎ মৃত্যুতে এলাকাবাসী শোকস্তব্ধ তাকে শ্রদ্ধা জানাতে আজ তার বন্ধুরা বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাসের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন ।
পঞ্চায়েতের প্রাঙ্গণে এই রক্তদান শিবির সাফল্য করতে এগিয়ে আসেন তার বন্ধু রাজেশ তিওয়ারি ও চন্দন সরকার । পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা আজকে রক্ত দান করলেন জীবনে প্রথম রক্তদান করলেন ইন্দু শর্মা, সুভাষ সরেন, দেবু ও ধন্য সিংহ । এই কাজে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধান নগর দু’নম্বর পঞ্চায়েতের সদস্য ও সমাজকর্মী ঝর্ণা সরকার । রক্তদান শিবির এর মূল উদ্যোক্তা বাপন দাস জানান মানুষকে মনে রাখার একটি অজুহাত দরকার, তাই এই রক্তদান শিবির করে তাকে শ্রদ্ধা জানানো হলো । সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাঠানো হয়েছে ।