প্রেগা নিউজ: শ্রাবন্তী এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর

ম্যানকাইন্ড ফার্মার প্রেগা নিউজ যুক্ত হল সুপরিচিত বাংলা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে। প্রেগা নিউজ হল ভারতের এক নম্বর প্রেগন্যান্সি ডিটেকশন কার্ড। আন্তর্জাতিক নারী দিবসে প্রেগা নিউজ শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক গড়ার কথা ঘোষণা করেছে। এই সম্পর্কস্থাপনের ফলে ব্র্যান্ড হিসেবে প্রেগা নিউজ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে এই ব্র্যান্ডের তরফে একটি নতুন ক্যাম্পেনও চালু করা হয়েছে – #শীইজকমপ্লিটইনহারসেলফ। এর উদ্দেশ্য হল বন্ধ্যাত্বের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। উল্লেখ্য, প্রেগা নিউজ প্রায় একদশক ধরে অসংখ্য সন্তানসম্ভবা মায়েদের সঙ্গী হয়ে রয়েছে। 

শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে সম্পর্কস্থাপন প্রসঙ্গে ম্যানকাইন্ড ফার্মার জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জয় চ্যাটার্জি জানান, শ্রাবন্তী চ্যাটার্জিকে সঙ্গে পেয়ে তারা খুবই আনন্দিত, কারণ তাঁর ফ্যানেরা এই অঞ্চলের সর্বত্র ছড়িয়ে রয়েছেন। তাঁর আশা, এই সম্পর্কের ফলে প্রেগা নিউজ ব্র্যান্ডটির বাজার যেমন বৃদ্ধি পাবে তেমনই প্রেগা নিউজের ব্যবহারের উপযোগিতা বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে।