প্রপটাইগারের উদ্যোগে ভারতের বৃহত্তম লাইভ অনলাইন প্রপার্টি এক্সপো ‘রাইট টু হোম’ অনুষ্ঠিত হল। এই এক্সপোতে ক্রেতারা অগ্রণী প্রপার্টি এক্সপার্টদের অনলাইন প্রেজেন্টেশনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন এবং ডিজিটাল ইন্টার-অ্যাক্টিভ সেশনে ডেভেলপার ও প্রপার্টি-ডট-কমের প্রপার্টি বিষয়ক পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করতে পেরেছেন। এই ইভেন্ট চলাকালীন আগ্রহী বাসস্থান-ক্রেতাগণ বিভিন্ন আকর্ষণীয় স্পট অফারের সুযোগ গ্রহণ করতে পেরেছেন এবং তাদের স্বপ্নের আবাস ডিজিটাল পদ্ধতিতে ক্রয় করতে পেরেছেন। ২০ ও ২১ আগস্টে হওয়া এই দুইদিনের ভার্চুয়াল ইভেন্টে প্রায় ৩০টি প্রখ্যাত ডেভেলপার সংস্থা অংশ নেয় এবং দেশের বড় বড় নয়টি শহরে অবস্থিত তাদের ৮০টিরও বেশি প্রোজেক্টের বিশদ বিবরণ পেশ করে। শহরগুলি হল আহ্মেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, কলকাতা, এমএমআর, নয়দা ও পুণে। এই এক্সপোতে বিভিন্ন সেগমেন্টের প্রপার্টি তুলে ধরা হয়েছিল – অ্যাফোর্ডেবল, মিড-সেগমেন্ট ও লাক্সারি হাউসিং।
হাউসিং-ডট-কম, মকান-ডট-কম ও প্রপটাইগার-ডট-কমের গ্রুপ সিইও মণি রঙ্গরাজন জানান, বর্তমানে হোম লোনের রেট প্রায় ৭ শতাংশ, যা ১৫ বছরে সর্বনিম্ন, ফলে এটাই বাড়ি কেনার সঠিক সময়। ‘রাইট টু হোম’ এক্সপো গ্রাহকদের কাছে এক বিশ্বস্ত প্লাটফর্ম হিসেবে উপস্থিত হয়েছে যেখানে প্রপার্টি এক্সপার্টদের পরামর্শ নিয়ে আকর্ষণীয় মূল্যে এক্সক্লুসিভ স্পট অফার-সহ ভার্চুয়াল উপায়ে গৃহ-ক্রয় সম্ভব।