প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করল বিজেপি কর্মীরা

আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিবস।
এই দিনটিকে উপলক্ষ করে জলপাইগুড়ি শহরে কিছু দরিদ্র পরিবারের মানুষ‌দের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।

বুধবার বিজেপি কর্মীদের পক্ষ থেকে এই উদ‍্যোগ নেওয়া হয়। এদিন শহরের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষের হাতে খাবার ও পানীয় জল তুলে দেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা সুশীতল সিনহা বলেন, বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন।

এই উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে গরিব মানুষ‌দের মধ্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে‌ন তারা। গরিব রিকশা‌ওয়ালা থেকে শুরু করে সমস্ত অসহায় মানুষের মধ‍্যে ফল সহ বিভিন্ন রকমের খাবার বিতরণ করা হবে এই এক সপ্তাহ। এই ঘটনায় খুশি দরিদ্র মানুষেরা।