প্রণব বাবুর অবস্থা আরও সঙ্কটে !

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতরত্ন প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি।তাঁকে এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। উল্লেখ্য গত ১০ অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি আছেন প্রণব মুখোপাধ্যায় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।এছাড়াও তাঁর করোনা রিপোর্ট পজিটিভ।

গত ৯ আগস্ট শৌচালয়ে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে । পরের দিন হাসপাতালে ভর্তি করানো হয় অস্ত্রোপচারের জন্য। তখনই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । সেকথা নিজেই টুইট করে জানান প্রণব । অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি । প্রথমে চিকিৎসকরা বলেছিলেন, ৯৬ ঘণ্টা নজরদারিতে রাখা হবে । তারপর খবর পাওয়া যায় গভীর কোমায় রয়েছেন তিনি । সেই থেকে মাঝে শারিরীক অবস্থার উন্নতি হলেও ফের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা ।সব মিলিয়ে প্রণব মুখোপাধ্যায়ের জন্য চিন্তায় আছে গোটা দেশই।