প্রচুর অবৈধ বিদেশি মদ সহ একজনকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন কাশ্মীর কলোনিতে অভিযান চালাতেই উদ্ধার হয় প্রচুর বিদেশি মদ। ধৃত ব্যক্তির নাম মুনিশ্বর গোপ। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি আসাম, অরুণাচল প্রদেশ থেকে অবৈধ মদ নিয়ে এসে বাড়িতে জমা করত। সেখান থেকেই অবৈধ বিদেশি মদ রপ্তানি হত বিহারের উদ্যেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে ৬৬ প্যাকেট অবৈধ বিদেশী মদ,যার বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা । বুধবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।