পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ ড্রাইভারের

এক নিরীহ পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়া অঞ্চলে। সরস্বতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ গেছে গত সেপ্টেম্বরের ২৫ তারিখ শ্রয়ী মুখার্জি নামে এক বেসরকারি সংস্থার গাড়ির চালক তাঁর পোষ্য সারমেয়র ডান পায়ে আঘাত করে।

ঘটনাটি ফোনে খবর পেয়ে দ্রুত সেখানে সরস্বতী বন্দোপাধ্যায়ের পৌঁছানোর আগেই স্থানীয় মানুষ কুকুরটিকে সেবাশুশ্রূষা করে। পরেরদিন সকালবেলা যথারীতি চিকিৎসক এসে সারমেয়টির চিকিৎসা শুরু হয় । দীর্ঘ পাঁচদিন পর কুকুরটি প্রায় সুস্থ ওঠে। এইসময় অভিযুক্ত ড্রাইভারের মালিককে গিয়ে পুরো ঘটনাটি জানানো সত্ত্বেও তাঁরা কোনো প্রতিক্রিয়া জানাননি। সরস্বতী দেবীর আরো অভিযোগ কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে হঠাৎ আচমকা কয়েকদিন পর কুকুরটিকে বিল্ডিং এর সামনে মারা যায়। অভিযোগ এই ঘটনার পিছনে শ্রয়ী মুখার্জীর ড্রাইভার দায়ী।