পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক মিছিল তৃণমূলের। এদিন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বিধানসভা ক্ষেত্র ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় এই বাইক মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল নেতাদের দাবি কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। তাদেরদ দাবি প্রায় তিনশো বাইক নিয়ে এই প্রতিবাদ মিছিল করে তারা। স্বয়ং গৌতম দেব এই মিছিলটির সূচনা করেন। জানা গেছে ফুলবাড়ীর থেকে এই বাইক মিছিলটি শুরু হয়ে আশিঘর মোড়ে এসে শেষ হয়।
পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক গৌতম দেব বলেন,পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের লাভজনক প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।জনসাধারণকে সচেতন করতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বাইক মিছল করা হচ্ছে