পৃথ্বী শ-র সব থেকে বড় মেন্টর সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর নামটাই পরবর্তী প্রজন্মের কাছে ক্রিকেট বেছে নেওয়ার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল একটা সময়। সে তিনি বিরাট কোহলি হোন বা পৃথ্বী শ, সকলের জন্য ওই একটি নামই যথেষ্ট ছিল। পৃথ্বী শ-র জন্য যে তিনি মেন্টর হয়ে উঠেছিলেন সে কথা তিনি বার বার বলেছেন। খারাপ সময় থেকে বেরিয়ে আসতেও তাঁকে সাহায্য করেছেন সচিন। ২০ বছরের পৃথ্বীর অভিষেক হয়েছিল চমকের সঙ্গে। টেস্ট অভিষেকে দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তার পর থেকেই সচিনের সঙ্গে তুলনা শুরু হয়। কিন্তু তার পর সময়টা একদমই ভালো যায়নি তাঁর। হাঁটুর চোট থেকে ডোপ পরীক্ষায় অসফল, সব কিছুই তাঁকে ক্রিকেট থেকে ছিটকে দিয়েছিল ১৬ মাসের জন্য। তার পরও তেমনভাবে ক্রিকেটে ফেরা হয়নি তাঁর এখনও। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময়ই সচিনের আগমন।

 

পিটিআইয়ের সঙ্গে কথোপকথনে সচিন বলেন, ‘‘হ্যাঁ, এটা সত্যি। গত এক বছরে পৃথ্বীর সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। ও খুব প্রতিভাবাণ প্লেয়ার এবং আমি খুশি ওকে সাহায্য করে। আমি ওর সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেছি এবং ক্রিকেট মাঠের বাইরের জীবন নিয়েও।”