পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি। জানা গিয়েছে, অভিযুক্ত হরকেশকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। রয়েছে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা আর প্রকাশ্যে স্থানে অভব্য আচরণের মতো ধারা। মূকেষ কূমাড় সেঙ্গার নামে স্থানীয় এক যুবক সেই মত্ত যুবকের কীর্তি টুইটারে ভাইরাল করেছেন। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, মত্ত হরকেশ টাল সামলাতে না পেরে পুলিশের জিপের সামনে চলে আসে। সেই যুবক এতটাই কাণ্ডজ্ঞানহীন ছিলেন যে পুলিশ দেখেও বদল হয়নি তাঁর আচরণ। উলটে গাড়ির বনেটে এক ঘুসি মারে হরকেশ। সেই ঘুসি খেয়ে পুলিশের গাড়ি ওর সামনে থেকে সরে না যাওয়ায় আরও ক্ষেপে যায় ওই তরুণ। এরপর ঢিল ছুঁড়ে ভেঙে ফেলে চালকের সামনের কাঁচ।” জানা গিয়েছে তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। তবে, এই মত্তের কীর্তি দেখতে বেরিয়ে লকডাউন ভিডিও ভঙ্গ করেন অনেক স্থানীয়। সামাজিক দূরত্ব বজায় না রেখেই ব্যস্ত ছিল ভিডিও করতে। যদিও পরিস্থিতি আয়ত্তে আসলে পুলিশের নির্দেশে ঘরে ঢুকে যেতে দেখা গিয়েছে নাগরিকদের।