পুলিশ হেফাজতে জোড়াবাগান কাণ্ডের অভিযুক্ত

অবশেষে ঘটনায় পর্দা ফাঁস। জোড়াবাগান নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। যৌন নির্যাতন ও হত্যার ঘটনার পেছনে জড়িত খোদ বাড়ির দারোয়ান জেরায় স্বীকার করেছে খুনের কথা। এই কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত রাজ কুমার ওরফে লম্বুকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত।

DNA এবং হাতের ছাপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কলকাতার জোড়াবাগানে নাবালিকাকে আদালতে ঘটনাটিকে বিরলতম বলে দাবি করেছে পুলিশ। রাজ কুমারের গ্রেফতারির পর থেকেই ক্ষোভে ফুঁসছে জোড়াবাগানের বৈষ্ণব শেঠ লেন।