পুলিশের আশ্বাস পেয়ে অনশন তুলে নিল প্রাক্তন কেএলও এবং লিংক ম্যানরা

পুলিশি আশ্বাস পেয়ে অনশন তুলে নিল প্রাক্তন কেএলও কর্মীরা। ২ ফেব্রুয়ারি মধ্যে চাকরি না হলে বৃহত্তর আন্দোলনে নামায় হুমকি দিলেন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। শুক্রবার নিজেদের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দুই শতাধিক প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যান।

এদিন শহরের পি ডাব্লু ডি মোড়ে জমায়েত হলেন তাঁরা। এরপর সেখানে থেকে বিক্ষোভ মিছিল বের করে পুলিশ অফিসের উদ্দেশ্য রওনা দেয় তারা। পুলিশের ডি আই বি অফিসে কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। এরপর সেখান থেকে বের হয়ে তাঁরা জানিয়েছেন, দ্রুত চাকরির আশ্বাস দিয়েছে পুলিশ। উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে ২ ফেব্রুয়ারি সকলের চাকরি হবে এই আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন থেকে পিছু হাটলো তাঁরা। আন্দোলনকারী ধুপগুড়ির বাসিন্দা কমল রায় বলেন, আমরা ছ’শো ছিলাম। সকলের চাকরি হলেও এখনো ২১২ জনের চাকরি বাকি। সকলের চাকরি লাগবে। দ্রুত চাকরি না পেলে আমরা আন্দোলনে নামবো। প্রাক্তন কেএলও জ্যোৎসা রায় বলেন,” চাকরি হবে। এই কারণে অনশনে বসলাম না। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবো আগামীতে।