আর একদিন পর দিপাবলী । আর তার আগেই কালিয়াগঞ্জ থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। করোনা আবহে ইতিমধ্যে রাজ্যজুড়ে শব্দবাজিকে নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্ট। সেই নির্দেশকে অমান্য করে শব্দবাজি মজুত করার অভিযোগে গ্রেপ্তার করে এক ব্যবসায়ীকে । জানা গেছে ধৃতের নাম ধলা ওরফে মলয় কুন্ডু।কালিয়াগঞ্জে এন নামি ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে কয়েক লক্ষটাকার শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।
করোনা আবহে বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবারে বাজী পোড়ানো নিষিদ্ধ ঘোষনা করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে বৈধ ও অবৈধ শব্দবাজীর গোপন কারবার রুখতে তৎপর হয়েছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সুমিত কুমারের নির্দেশে শব্দবাজীর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বিভিন্ন থানা এলাকায়। গোপনসুত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার বিরাট পুলিশদল হানা দেয় মহেন্দ্রগঞ্জ বাজারে ধলা নামে সুপরিচিত মলয় কুন্ডুর দোকানে। এই অভিযানে পুলিশ বিপুল পরিমান শব্দবাজী বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যবসায়ীকে।