আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন পরম্পরা ঐতিহ্য ভুলে যেতে বসেছে আম বাঙালি। এই গ্রাম বাংলার পরম্পরা ঐতিহ্য ধরে রাখতে মকর সংক্রান্তির দিনে নতুন আঙ্গিকে পালিত হল পিঠেপুলি উৎসব।এদিন আলিপুরদুয়ারের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পুণ্যস্নানের পাশাপাশি পিঠেপুলি উৎসবের আয়োজন করে। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রকমারি হাতের তৈরি জিনিস বিক্রির স্টল লাগানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি বিক্রিরও ব্যবস্থা করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
উপস্তিত ছিলেন বিধায়ক ড.সৌরভ চক্রবর্তী, চেয়ারম্যান রাজ্য উপদেষ্টা মণ্ডলী, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর পশ্চিমবঙ্গ সরকার মৃদুল গোস্বামী বিশিষ্ট সমাজসেবী প্রশেনজীৎ রায় সহ আরোও অতিথীবর্গ৷এদিন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে সুলভ মূল্যে বিভিন্ন রকমের পিঠের দোকান দেওয়া হয়৷