পারিশ্রমিকের রেকর্ড ভেঙেছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

বলিউডে এখন চড়া দর হাঁকাচ্ছেন মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’তে প্রশকা করেন এ কথা। অভিনেতাকে শীঘ্রই দেখা যাবে নেটফ্লিক্সের ড্রামা ‘লুডো’তে।

অভিনেতা বর্তমানে ‘মুম্বই সাগা’ এবং ‘কাগাজ’ ছবিতে কাজ করছেন। করনোরা জেরে ক্রিসমাস পর্যন্ত মুক্তি পিছিয়ে ৮৩-এর। ভারতীয় দলের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প উঠে আসবে পরিচালক কবীর খানের এই ছবিতে।

তিনি বলেন, বর্তমানে আমি যে সেটে কাজ করছি… এখন সেটাই সর্বোচ্চ… এবং আমি যে সর্বশেষ ছবিটির জন্য শুটিং করেছি, সেটিও আমাকে অনেক পারিশ্রমিক দিয়েছে। এখন আমি যে ছবি করছি, আগের চেয়ে আমার পারিশ্রমিকের রেকর্ড ভেঙে যাচ্ছে’।