ইউরোপিয়ান ইউনিয়ানের এয়ার সেফটি এজেন্সি জুলাই মাস থেকে পাকিস্তান ইন্টারন্যশানাল এয়ারলাইন্সকে ছয় মাসের জন্য ইউরোপে ব্যান করে দিলো। এই সিদ্ধান্তের পর এক জুলাই থেকে আগামী ছয় মাস ২০২০ এর ডিসেম্বর পর্যন্ত PIA এর কোন বিমান ইউরোপে ঢুকতে পারবে না। সম্প্রতি PIA এর পাইলটদের লাইসেন্স ভুয়ো হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপিয়ান ইউনিয়ান এই সিদ্ধান্ত নিয়েছে।
গত মাসে PIA এর একটি বিমান করাচিতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। ওই দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়। পাকিস্তান এয়ারলাইন্স গত সপ্তাহে ভুয়ো লাইসেন্স ধারক ১৫০ পাইলটকে কাজে না আসার কথা জানিয়ে দিয়েছিল। কারণ করাচির বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে পাইলট এবং ট্র্যাফিক কন্ট্রোল রুমকে দোষী পাওয়া গেছে।