সুস্থ আছেন পাওলো দিবালা। বুধবার তিনি টুইট করে তাঁর সুস্থতার খবর জানিয়েছেন। প্রায় দেড় মাস তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন। শেষ পর্যন্ত তাঁর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে তিনি নিজেই জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে অনেকেই অনেক কিছু বলছেন…কিন্তু আমি শেষ পর্যন্ত নিশ্চিত করছি আমি সুস্থ। সবাইকে আবার ধন্যবাদ তাদের সমর্থনের জন্য। আমি তাদের জন্য প্রার্থণা করব যারা এখনও আক্রান্ত। সাবধানে থাকুন।” ২৬ বছরের এই জুভেন্টাস ফুটবলারের সঙ্গে আরও দু’জন জুভেন্টাস ফুটবলার আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে রয়েছেন ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতৌদি।