পাঁপড় ভাজা খাওয়ার নিদান দেওয়া মন্ত্রী করোনায় আক্রান্ত

কাজে এল না পাঁপড় ভাজা।ভাবিজির পাঁপড় ভাজা খেলে করোনা সারবে বলে নিদান দেওয়া মন্ত্রী অর্জুন মেঘবাল এবার নিজেই করোনা আক্রান্ত।শনিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে দিল্লি এইমস’এ ভর্তি করা হয়। তিনি এই মহুর্তে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন।

কিছুদিন আগেই পাঁপড় ভাজা।বিতর্কে শিরোনামে উঠে আসেন বিকানীরের এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সম্প্রতি বিতর্কের শিরোনামে এসেছিলেন রাজস্থান’এর বি.জে.পি সংসদ তথা জলসম্পদ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় বি.জে.পি’র এই মন্ত্রী বিকানের এলাকার ভাবিজি ব্যান্ডের পাঁপড় হাতে নিয়ে দাবি করছেন, এই পাঁপড় ভাজা খেলে শরীরে করোনা প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি হবে।