পর্যটক টানতে নতুন রূপে সাজছে নাডাবেট

গুজরাটে বড় সংখ্যায় পর্যটকদের আগমন বিবেচনা করে স্বদেশ দর্শন প্রকল্পের অধীন গুজরাটের একমাত্র সীমান্ত পর্যকেন্দ্র ভারত-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন আকর্ষণ যুক্ত করা  হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর তত্ত্বাবধানে পর্যটন বিভাগ থেকে নাডাবেট-এ আন্তর্জাতিক সীমান্ত জিরো পয়েন্টে পর্যটনের উন্নয়নে কাজ শুরু হয়েছে। যেমন, ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল নির্মিত হয়েছে সেইসব সেনার স্মৃতিতে যাঁরা দেশরক্ষায় প্রাণ দিয়েছেন।এ ছাড়া, টি-জংশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা হয়েছে এবং সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র যেমন সারফেস মিসাইল, সারফেস-টু-সারফেস এয়ার মিসাইল, টি-৫৫ ট্যাংক, আর্টিলারি গান, টর্পেডো এ মিগ-২৭ এয়ারক্রাফট রয়েছে ডিসপ্লেতে। বর্ডার দেখতে যেসব পর্যটক আসবেন, তাঁরা দেখতে এবং জানতে পারবেন, কীভাবে আমাদের সেনাবাহিনী দেশ রক্ষা করে। রিট্রিট অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে একটি প্যারেড গ্রাউন্ড। যেখানে সীমান্ত রক্ষী জওয়ানরা রিট্রিট অনুষ্ঠান করবেন।

গুজরাট পর্যটন বিভাগ স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে সক্রিয়ভাবে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থান উন্নয়নের কাজ করছে। ভাদনগর, মোধেরা ও পাটান অন্তর্ভুক্ত হয়েছে হেরিটেজ সার্কিটে। ঐতিহাসিক মোধেরা সূর্য মন্দিরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে।