পরিস্থিতি কিছুটা শিথিল হতেই বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা

রাজ্য অনেকটাই সামলে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ থেকে। ধীরে ধীরে শিথিল হচ্ছে সব কিছু। এই পরিস্থিতিতিতে শিথিল হচ্ছে রাজ্যের কড়া বিধিনিষেধ। তাই এবার মেট্রো পরিষেবা বাড়ছে পর্যায়ক্রমে। সোমবার থেকে আরও কিছুটা বর্ধিত হতে চলেছে মেট্রো রেলের সংখ্যা। এমনই জানানো হয়েছে মেট্রোর তরফে। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা। আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেদিন থেকে সপ্তাহে কাজের দিনে ৪৫ জোড়ার বদলে চলবে ৫২ জোড়া ট্রেন। সকাল ৭টা থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ফারাকে। তার পর বিকেল ৩.১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। বিকেল ৩.১৫ মিনিট থেকে ফের শুরু হবে পরিষেবা। শেষ ট্রেন ছাড়বে রাত ৭.১৫ মিনিটে। তবে সাধারণের জন্য মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে তা জানানো হয়নি এখনো।