পরিস্থিতির পর্যালোচনা করবেন রাজ্যপাল

ভোট মিটলেও মেটেনি হিংসার ছবি। দেখা যাচ্ছে চারদিকে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। এই ভোট পরবর্তী হিংসা নিয়ে দ্বন্দ্ব ও উঠেছে চরমে। তাই এবার হিংসার পরিস্থিতির খতিয়ান নিতে নিজেই মাঠে নামছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে উঠলেন রাজ্যপাল। এবার শীতলকুচিতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। টুইট করে নিজেই জানিয়েছেন সে খবর। ১৩ মে অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহারের শীতলকুচি যাবেন রাজ্যপাল।

ভোটগ্রহণের দিন থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটের সময় শীতলকুচি আসনের জোড়পাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন চারজন ভোটার। এদিকে শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত চলছে জোরকদমে। জোড়পাটকির নির্দিষ্ট বুথে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করেছিল সিআইডি। বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁর জেরাপর্ব।